ভূমিকা
হজ্জ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কষ্টকর দীর্ঘ সফরের মধ্য দিয়ে যা পালন করতে হয়। এই ইবাদত কবুল হলে মানুষ সদ্য ভূমিষ্ট শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এতে ফযীলতের বহু কাজ থাকা সত্ত্বেও না জানার কারণে মানুষ সেসব ফযীলত থেকে বঞ্চিত হয়। বরং দলীল-প্রমাণহীন জাল-যঈফ হাদীছ মিশ্রিত বই পড়ে সহজেই শিরক-বিদআতে জড়িয়ে পড়ে। অপরদিকে মানুষ মক্কা-মদীনায় যেতে পারবে, এ কারণে মনের ভিতর প্রচণ্ড আবেগ কাজ করে। মানুষের এই আবেগের সুযোগ নিয়ে বর্তমানে বাজারে ব্যবসায়ের উদ্দেশ্যে হজ্জ-উমরা সম্পর্কে লিখিত বহু দলীল-প্রমাণহীন বই দেখা যায়। এসব বই পড়ে হজ্জ-উমরা পালন করলে তা বিশুদ্ধ পদ্ধতিতে আদায় হবে বলে আশা করা যায় না। এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত মানুষ যেন সঠিক পদ্ধতিতে আদায় করে কাঙ্খিত প্রতিদান লাভ করতে পারে সেই মানুষ যেন সঠিক পদ্ধতিতে আদায় করে কাঙ্খিত প্রতিদান লাভ করতে পারে সেই লক্ষ্যে কুরআন ও ছহীহ হাদীছের আলোকে লিখিত হজ্জ ও উমরা বইটি আপনাদের হাতে তুলে দিতে পেরে মহান রবের শুকরিয়া আদায় করছি।
বইটি প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। সেই সাথে অনিচ্ছাকৃত ভুল ও মুদ্রণত্রুটির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সূধী পাঠকের নিকট সুপরামর্শ প্রাপ্তির আশা রাখছি।
বিনীত
-লেখক