লেখকের কথা
আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার এ গ্রন্থটি অসামান্য গ্রহণযোগ্যতা লাভে ধন্য হয়েছে। এছাড়া আমি এ বইটিতে চেষ্টা করেছি পার্থিব জীবনের সমস্যা সংকট, উদ্বেগ উৎকণ্ঠা, দুশ্চিন্তা- পেরেশানি ও দুঃখ-বেদনা সমস্যা সমাধান করতে। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যারা গ্রন্থটি পড়ার জন্য নিজেদের মূল্যবান সময় বের করে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। এর আগেও আমার বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে, কিন্তু এ বইটি সেগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। এ বইটি আমার এতটাই প্রিয় যে, একজন পিতার কাছে তার দশজন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠজন যেভাবে প্রিয়।
ইতোমধ্যে এ বইটি দশ লক্ষের অধিক কপি বিক্রি হয়েছে। এ কোনো বাড়িয়ে বলা নয়; বরং অবগতির জন্য নিবেদন করছি। এতে কোনো লৌকিকতার কিছু নেই। প্রকৃত সংখ্যা এটিই। এটি তো কেবলই আল্লাহর দয়া ও অনুগ্রহ মাত্র।
তাছাড়া এ বইটির গ্রহণযোগ্যতার কারণ এই নয় যে, এতে আমি এমন কিছু আবিষ্কার করেছি, যা আমার পূর্ববর্তীগণ করতে সক্ষম হননি; বরং এ ব্যাপক গ্রহণযোগ্যতার রহস্য কেবল একটিই যে আমি চেষ্টা করেছি। হতাশ, ভগ্নহৃদয় ও দুঃখভারাক্রান্তদের সঙ্গ নিতে; দুঃখীদের দুঃখে অংশ নিতে; বিপদগ্রস্তদের সাথে নিতে; পীড়িতদের কষ্ট লাঘব করতে। এক্ষেত্রেও অবদান তাদেরই। মূলত দুঃখ-কষ্ট ও ব্যাথানুভূতি তাদেরই; আমি কেবল মুখপাত্র মাত্র। আমার প্রত্যাশা হচ্ছে, আপনি এ গ্রন্থটি পড়ে এ থেকে উপকৃত হবেন।
আমি এ বইটি রচনা করেছি তাদের জন্য, যারা বিপদাপদ ও মসিবতগ্রস্ত যারা উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানি যাদের ঘুম হারাম করে দিয়েছে, তিক্ততা যাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমাদের মধ্যে এমন কে আছেন, যিনি অপ্রীতিকর অবস্থা ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন না? আর শুরু থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থের প্রতিটি পাতায় পাতায় পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে পবিত্র কুরআনের আয়াত, রাসূলে কারীম (সা.)-এর হাদিস, কবিতার পঙক্তিমালা, শিক্ষাপ্রদ ঘটনাবলি, উপকারী উপমা ও দৃষ্টান্তসহ বিভিন্ন শিক্ষণীয় কল্পকাহিনি। আর ভগ্ন হৃদয়, অস্থির চিত্ত ও উদ্বিগ্ন আত্মার জন্য অভিজ্ঞজন এ পর্যন্ত যত প্রেসক্রিপশন ও ব্যবস্থাপত্র লিখেছেন, আর এ বইটিতে সেগুলোর চম্বক অংশ ও সার-সংক্ষেপ পরিবেশন করা হয়েছে।
এ বইটির বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এ বইটি আপনাকে হাসি- আনন্দ, সুখ-সৌভাগ্য, উদ্বেগহীনতা ও নিরুদ্বিগ্নতার বার্তা দেবে। এ বইটি আপনাকে আরো বলে দেবে, প্রাণবন্ত থাকুন এবং সুখময় জীবন উপভোগ করুন।
এমনিভাবে এ বইটি আপনাকে আরো বলে দিবে, স্থান-কাল, জীবনাচার, বিশ্বচরাচরের যাবতীয় সৃষ্টিকূল ও মানুষের সাথে আচার-আচরণ ও লেনদেনে সহজাত প্রবৃত্তির বিরোধিতার ফল কী হতে পারে। এ বইটি আপনাকে সীরাতে মুস্তাকীম থেকে বিচ্যুতি, জীবনের সাথে সংঘর্ষ ও সহজাত প্রবৃত্তির বিরোধিতা থেকে কঠোরভাবে বাধা দিবে। আগ বেড়ে হৃদয়ে উপস্থিত হয়ে আওয়াজ দিবে শুভ পরিণামের প্রতি দৃষ্টি রাখুন! নিজের যোগ্যতায় বিশ্বাস রাখুন এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করুন; জীবনের ক্লেদ, মলিনতা, দুঃখ-বেদনা ও তিক্ততা, উদ্বেগ, হতাশাকে না বলুন। প্রিয় পাঠক! বিশেষ করে এ বইটির মূল অংশ শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের প্রতি মনোযোগ দৃষ্টিপাত করার প্রয়োজনীয়তা বলে মনে করছি :
১. এই বইটিতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, জীবনের সুখ-শান্তি, হাসি-আনন্দ ও আত্মিক প্রশান্তি লাভ করা। সুখময় ও আলোকোজ্জ্বল
ভবিষ্যতের প্রত্যাশায় সতেজ হয়ে উঠতে।
২. এই বইটির বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এ বইটি আপনাকে মনে করিয়ে দেবে, মহান আল্লাহর অসীম দয়া, অনুগ্রহ ও ক্ষমার কথা। আপনাকে আরো মনে করিয়ে দেবে, সর্বশক্তিমান আল্লাহর উপর তাওয়াক্কুল ও তাঁর প্রতি সুধারণা পোষণ করার কথা। এ বইটি আপনাকে মনে করিয়ে দেবে, তাকদিরের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা ও শুধু আজকের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা এবং ভবিষ্যতের অযাচিত ও কল্পিত আশঙ্কা থেকে বিরত থাকার কথা। এ বইটি আরো মনে করিয়ে দেবে, নিয়ামতের কথা।
৩. এ বইটিতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যাতে করে জীবনের দুঃখ-
দুর্দশা, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা-পেরেশানি, নৈরাশ্য-হতাশা ও পরাজয়- ব্যর্থতা থেকে মুক্তির আপ্রাণ প্রচেষ্টা।
৪. এ বইটিতে সাজানো হয়েছে আলোচ্য বিষয় সংশ্লিষ্ট কুরআনের আয়াত, হাদিসের বাণী, বিভিন্ন দৃষ্টান্ত-উপমা, শিক্ষণীয় ঘটনা, কবিতার পঙ্ক্তিমালা, জ্ঞাণী-গুণী, ডাক্তার ও সাহিত্যিকদের উক্তি। পাশাপাশি রয়েছে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ও শিক্ষা। এ গ্রন্থটি। সুবিবেচনাপূর্ণ ও পরিশীলিত কথোপকথন। এটি কোনো গতানুগতিক তিন কথার ধারক প্রচারক; বরং মানব জীবনকে আনন্দঘন ও সুখময় করে তোলার এক শক্তিশালী আহ্বান।
৫. এ বইটি মুসলিম অমুসলিম সবার জন্য প্রযোজ্য। তবে মানবিক মূল্যবোধ ও অনুভূতি বিষয়ে সহজাত ধর্ম ও ইসলামের দৃষ্টিভঙ্গিকেই আমি সামনে রাখার যথাসাধ্য চেষ্টা করেছি।
৬. এ বইটিতে আমি প্রাচ্য ও পাশ্চাত্যের বরেণ্যজনদের কথা এই দৃষ্টিভঙ্গি থেকে উদ্ধৃত করেছি, প্রজ্ঞা মুমিনের হারানো সম্পদ। তা যেখানেই পাওয়া যাবে সে তার অধিকতর হকদার।
৭. আমি এ বইটিকে অধিকতর সুখপাঠ্য করে তোলার জন্য অধ্যায় অনুসারে বিন্যস্ত করিনি এবং পূর্বাপর বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এমন প্রতিপাদ্যের অনুপ্রবেশ ঘটিয়ে বইয়ের আলোচনাকে বিভিন্নভাবে পৃথক প্রেক্ষাপটে বর্ণনা করেছি। এ বইটিকে অধিকতর সাবলীল করে তোলার জন্য কোথাও কোথাও আমি পূর্ববর্তী কোনো আলোচনায় মনোনিবেশ করেছি। এভাবে আমি একটি বিষয় থেকে আরেক বিষয়ে দ্রুত প্রবেশ করেছি।
৮. বিশেষ করে আমি এ বইটিতে আয়াত নম্বর উল্লেখ করেছি: হাদীসের উৎস উল্লেখ করিনি। কোনো হাদিস দুর্বল হলে আমি তা উল্লেখ করে দিয়েছি। হাদিসটি সহিহ হাসান হলে আমি তাও নির্দেশ করে দিয়েছি, অথবা নীরব থেকেছি। এজন্য তা করেছি যে, যাতে বইটি সংক্ষেপ হয়।
৯. এ বইটির শেষে কিছু উদ্দেশ্য ও আলোচনায় পুনরাবৃত্তি ঘটেছে। আমি তা ইচ্ছেকৃত করেছি, যাতে এ আলোচনার উদ্দেশ্য পুনরাবৃত্তির মাধ্যমে পাঠকের মনে আরো দৃঢ় হয়ে যায়। এছাড়া যারা মনে করবেন, কুরআনে কারীমের কত বিষয়ের পুনরাবৃত্তি পাওয়া যায়! বিশেষ করে তিনি এ পদ্ধতি অনুসরণের মাধ্যমে এর উপকারিতা বুঝতে পারবেন।
এখানে আরো একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, এ বইটি পড়ার সময় আপনাকে দশটি উক্তির কথা মনে রাখতে হবে। সবশেষে আমি বলতে চাই, এ বইটি বিশেষ কোনো জাতি-গোষ্ঠীর উদ্দেশ্যে প্রণয়ণ করা হয়নি; বরং এটি সুখী-সমৃদ্ধ জীবন-যাপন করতে আগ্রহীদের জন্য তৈরি করেছি।
-শায়খ ড. আয়েয আল-কারনী